জুলাই শহিদদের নামে বদলে যাচ্ছে ৩ স্টেডিয়াম
১৪ নভেম্বর ২০২৪ ২৩:২৫
জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের নামে বদলে যাচ্ছে তিনটি স্টেডিয়ামের নাম। এই ব্যাপারে আগেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই ধারাবাহিকতায় ছাত্র আন্দোলনে নিহত দুই শহিদের স্মরণে দুটি স্টেডিয়াম ও একটি মাঠের নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে তা জানানো হয়েছে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের পরিবর্তিত নাম শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্যদের নির্যাতনে মারা যান তিনি।
অন্যদিকে টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত হয়েছিলেন টাঙ্গাইলের ১৪ বছরের কিশোর মারুফ মিয়া। প্রয়াত এই স্কুল ছাত্রের নামে নামকরণের পর টাঙ্গাইল জেলা স্টেডিয়াম এখন শহিদ মারুফ স্টেডিয়াম।
এদিকে ধানমন্ডিতে নিহত রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের নামে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের নামকরণ করা হয়েছে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।
সারাবাংলা/জেটি
আবরার ফাহাদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন