Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১০:০০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৫:০৮

জমি নিয়ে বিরোধের জের ধরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকার সৈয়দশাহ বিদ্যুৎ অফিসের মুখে এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় পেশকার বাড়ির সজিব, দিদার ও বেলাল নামে তিন জনের মধ্যে একটি জমি নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই কথা কাটাকাটি হয়। পরে সেটা সংঘর্ষে রুপ নেয়। এখানে বিএনপির দুটি গ্রুপ একেকজনের পক্ষ নেয়।’

তিনি আরও বলেন, ‘রাত ১১ দিকে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত আমরা সেখানে যাই। সেনাবাহিনীও ছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সংঘর্ষ চলাকালে পথচারীসহ ছয় থেকে সাতজন আহত হয়েছেন। কোনো গোলাগুলি সেখানে হয়নি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’

সংঘর্ষের জড়িতরা বিএনপির কোন নেতার অনুসারী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত তারা কার সমর্থক সেটা আমরা জানতে পারেনি। তবে যারা সংঘর্ষে জড়িতরা বিএনপির দুটি পক্ষ।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

চট্টগ্রাম বিএনপি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর