‘৪ লাখ মামলায় ৬০ লাখ বিএনপির নেতাকর্মী আসামি’
১৫ নভেম্বর ২০২৪ ২১:১০
নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৬ বছর পুলিশের মাধ্যমে অত্যাচার নির্যাতনে দলীয় কার্যক্রম করতে দেয়নি আওয়ামী লীগ। বেগম জিয়াকে ফরমায়েশি রায়ে সাজার পাশাপাশি ৪ লাখ মামলায় ৬০ লাখ বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছিল।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, ‘সর্বশেষ জুলাইয়ের ছাত্র-জনতার যৌক্তিক দাবীর প্রেক্ষিতেও হত্যা চালিয়েছিল হাসিনা। তাই দেশের জনগণ গণহত্যাকারীদের রাজনীতির সুযোগ আর দেবেনা। জালিম সরকারকে দেশের মানুষ আর দেখতে চায় না বরং বিচার চায়। শেখ হাসিনাসহ সকল খুনীদের বিচার বাংলার মাটিতে করতে হবে।
চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আব্দুল বাসেদ ভুইয়া, আবু সালেহ চৌধুরী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভূঁইয়াসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর
৪ লাখ মামলা ৬০ লাখ আসামি’ খায়রুল কবির খোকন বিএনপির নেতাকর্মী বিএনপির যুগ্ম মহাসচিব