Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে খেলাপি ঋণের পারিমাণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা

স্পেশাল করসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৯:৪২

বাংলাদেশ ব্যাংক

ঢাকা: ব্যাংকের খেলাপি ঋণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রথমবারের মতো দুই লাখ ৮৪ হাজার ৯০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। খেলাপি ঋণের এই অবস্থা গত ১৬ বছরে আর্থিকখাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে ব্যাংক সেক্টরের নাজুক অবস্থা ফুটে উঠেছে। ব্যাংকখাতে খেলাপি ঋণের এই পরিমাণ মোট বিতরণ করা ঋণের ১৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতোদিন খেলাপি ঋণের প্রকৃতচিত্র আড়াল করা হতো। এতে করে খেলাপি ঋণের প্রকৃত তথ্য উঠে আসেনি। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিক সময়ে খেলাপি ঋণ আরও বাড়বে। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংকখাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা বা মোট বিতরণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। খেলাপি ঋণের এই পরিমাণ গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত। গত জুন প্রান্তিক শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। সে হিসাবে গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ১১১ কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ৪০ দশমিক ৩৫ শতাংশ। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৮০৬ কোটি টাকা বা মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৮৮ শতাংশ। এছাড়াও বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৫ কোটি টাকা বা মোট বিতরণ করা ঋণের ৪ দশমিক ৯৯ শতাংশ। আর বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ৮১৩ কোটি টাকা।

উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময়ে ব্যাংকখাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৪৮০ কোটি টাকা। এরপর ১৬ বছরে আওয়ামী সরকারের আমলে ব্যাংকখাতে অনিয়ম ও আর অব্যবস্থাপনা তৈরি হয়। বেনামি আর কেলেঙ্কারি বাড়তে থাকে। ফলে এই সময়ে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

সারাবাংলা/জিএস/এইচআই

খেলাপি ঋণ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

নিষিদ্ধ হচ্ছেন মেসি?
১৭ নভেম্বর ২০২৪ ২০:৪১

আরো

সম্পর্কিত খবর