Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার ভাষণে মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টে শহিদদের শ্রদ্ধা

স্পেশাল করসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৯:০৪

জাতির উদ্দেশে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের লাখো শহিদ এবং গত জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে নিহত সব শহিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা। ভাষণে দেশবাসী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, নারী সবাইকে সালাম জানান তিনি।

বিজ্ঞাপন

জুলাই-আগস্ট গণআন্দোলনে আহত, পঙ্গুত্ব বরণ করা ও চোখের দৃষ্টি হারানো সবাইকেও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। স্মরণ করেন গণআন্দোলণে অংশগ্রহণকারী সবাইকে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিন অতিক্রম করলাম। আপনারা জানেন, কী কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার-শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন ও এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতি তৈরি হয়।

‘স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই-অগাস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা’,— বলেন প্রধান উপদেষ্টা।

ভাষণে সরকারের ১০০ দিনের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি সরকারের কূটনৈতিক বিভিন্ন তৎপরতার কথাও উল্লেখ করেন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর