Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নয়, ১৫ বছরে সব অপকর্মের বিচার করব’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৯:০৮

ঢাকা: জুলাই-আগস্টের গণআন্দোলনে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক-জনতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সরকার এসব হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে যেসব ‘অপকর্ম’ করেছে, তার বিচার করারও প্রত্যয় জানিয়েছেন তিনি।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে ভাষণটি সরাসরি সম্প্রচার করে।

বিজ্ঞাপন

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই-অগাস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি, যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক-জনতার শহিদি মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সঙ্গে জোগাড় করছে।’

আহতদের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘এই বিপ্লবে আহত হয়েছেন ১৯ হাজার ৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতালসহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহিদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।’

বিজ্ঞাপন

ভাষণে সরকারের ১০০ দিনের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি সরকারের কূটনৈতিক বিভিন্ন তৎপরতার কথাও উল্লেখ করেন।

সারাবাংলা/টিআর/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর