ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু আরও ৮ জনের
১৭ নভেম্বর ২০২৪ ২০:৫৭
ঢাকা: রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে থেকে সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৮৯ জন। চলতি বছর একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের তথ্য। এর আগে ৫ নভেম্বর এক হাজার ৩৭০ জন আক্রান্তের তথ্য জানানো হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪১৫ জন।
এখন পর্যন্ত দেশে চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৯৮৪ জন। এর মাঝে ৭৫ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৮৯৩ জন ও নারী ৪৯৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মাঝে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে মারা গেছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা বাইরে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪১৫ জন। এর মাঝে ৫০ দশমিক ১ শতাংশ নারী ও ৪৯ দশমিক ৯ শতাংশ পুরুষ।
প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৭৬ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৩৯১ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৭২ জন, খুলনা বিভাগে ১৫৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ১২৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় ৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/এসবি/এইচআই