Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে ধোনির দলে যাচ্ছেন সাকিব?

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪ ০৯:৩৯

চেন্নাইয়ে যাচ্ছেন সাকিব?

আইপিএলের সবশেষ আসরের নিলামে তাকে কেনেনি কেউই। তার আগের আসরে কোলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও নিজেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান। এবারের আইপিএলের নিলামের আগে চেন্নাই সুপার কিংসের ‘রহস্যজনক’ এক পোস্টের পর গুঞ্জন উঠেছে, সাকিবের পরবর্তী ঠিকানা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দলেই!

নিলামের আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে চেন্নাই। ধোনিসহ চেন্নাই রিটেইন করেছে ৫ জন ক্রিকেটারকে। এর মাঝে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। এবারের নিলামে ২৫ জন ক্রিকেটার কেনার সুযোগ থাকছে চেন্নাইয়ের সামনে।

বিজ্ঞাপন

নিলামকে সামনে রেখে চেন্নাইয়ের ফেসবুক পেজে দেওয়া হয়েছে রহস্যজনক এক পোস্ট। সেখানে দেখা যায়, জাদেজার ছবির পাশে দাঁড়িয়ে আছেন একজন ক্রিকেটার ছায়া। পোস্টে বলা হয়েছে, এবারের আইপিএলে কে হবেন জাদেজার ‘টুইন অলরাউন্ডার সঙ্গী’। কোন ক্রিকেটারের ছবি ব্যবহার করা হয়েছে সেটা সরাসরি না বললেও ছায়া দেখেই সবাই ধারণা করছেন, ছবিটি সাকিবের। জাদেজার মতো সাকিবও বাঁহাতি স্পিনার ও ব্যাটার। এতে সেই ধারণাটা আরও বেশিই পাকাপোক্ত হচ্ছে যে, সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই।

Image

এবারের আইপিএলের নিলামে সাকিবের বেস প্রাইস ধরা হয়েছে এক কোটি রুপি। তবে সাম্প্রতিক সময়ে খেলার মাঠে ও মাঠের বাইরের সময়টা একদমই ভালো কাটছে না সাকিবের। এরই মাঝে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরও নিয়েছেন তিনি। ব্যাটে-বলে বর্ণহীন সাকিবকে শেষ পর্যন্ত কেউ কিনবে কিনা, সেটা নিয়েও আছে শঙ্কা।

আইপিএলে অবশ্য সাকিবের রেকর্ড বেশ সমৃদ্ধ। কোলকাতার হয়ে দুইবার শিরোপা জিতেছেন তিনি। সব মিলিয়ে আইপিএলে ৭১ ম্যাচে সাকিবের রান ৭৯৩, উইকেট আছে ৬৩টি। ৬ মৌসুমে কোলকাতার হয়ে খেলা সাকিব দুই মৌসুমে খেলেছেন হায়দরাবাদের হয়েও।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সাকিবকে কে কিনবে, সেটা জানা যাবে ২৪ ও ২৫ নভেম্বরের নিলামেই।

সারাবাংলা/এফএম

আইপিএল চেন্নাই সুপার কিংস সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর