ভারতের হুমকি, আইসিসির অনীহা- চ্যাম্পিয়নস ট্রফির কি করবে পাকিস্তান?
১৯ নভেম্বর ২০২৪ ১৫:০১
চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র তিন মাস। যেখানে টুর্নামেন্টের আয়োজন নিয়ে ব্যস্ত থাকার কথা আয়োজন দেশ পাকিস্তানের, সেখানে টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করতে পারবেন কিনা, সে নিয়েই জেগেছে শঙ্কা। ভারতের আপত্তি তো ছিলই, সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে আইসিস্যার অনীহাও। সবকিছু মিলিয়ে বেশ চাপে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বলছেন, এখনো পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা।
আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম প্রকাশিত হওয়ার পর থেকেই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারত কিছুতেই সেখানে খেলতে যাবে না, এটা বরাবরই বলে এসেছে বিসিসিআই। সবশেষ আইসিসির কাছে লিখিত বার্তাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত কেনো পাকিস্তানে খেলতে চায় না, সেই ব্যাপারে আইসিসির কাছে বারবার জানতে চাইলেও তাদের তরফ থেকে কোনো উত্তর পায়নি পাকিস্তান।
এসবের মাঝে শোনা যাচ্ছে নানা গুঞ্জনও। ‘হাইব্রিড মডেল’ তো আছেই, পুরো টুর্নামেন্টই সরে যেতে পারে পাকিস্তান থেকে; এমন শঙ্কার কথাও শুনেছে পাকিস্তান। আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকাকে বিকল্প ভেন্যু হিসেবে ভাবছে আইসিসি, এমন খবরও এসেছে। তবে পাকিস্তান তাদের মাটিতে টুর্নামেন্ট আয়োজনে এখনো অটল।
নাকভি জানিয়েছেন, আইসিসি আচরণে কিছুটা হতাশ হলেও টুর্নামেন্ট আয়োজনের আশা ছাড়বেন না তারা, ‘আমরা কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম আইসিসির কাছে। তাদের জবাবের অপেক্ষায় আছি। আমি বিশ্বাস করি খেলা ও রাজনীতি মেশানো উচিত নয়। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে ইতিবাচক আশা রাখতে চাই।’
ভারত ছাড়া বাকি সবাই পাকিস্তানে আসতে রাজি, এমনটাই জানিয়েছেন নাকভি, ‘এই মুহূর্তে ভারত ছাড়া সবাই পাকিস্তানে আসতে প্রস্তুত। কারো কোনো ইস্যু নেই। ভারতের যদি কোনো দুশ্চিন্তার কারণ থাকে সেটা তারা আমাদের খুলে বলতে পারে। সফর বাতিল করার কোনো কারণই দেখছি না।’
সারাবাংলা/এফএম