Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মার্কিন আদালতে

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪ ১২:০৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৪:৪৯

আদানি গ্রুপের চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানি। ছবি: সংগৃহীত

ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুষ এবং প্রতারণার অভিযোগ এনেছে। তার বিরুদ্ধে অত্যন্ত গোপনে ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার জন্য এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউইয়র্কের একটি আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউইয়র্কে মার্কিন কৌঁসুলিদের মামলার অভিযোগ বলেছেন, লাভজনক সৌর শক্তি সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২০০ কোটি ডলার ঘুষের চক্রান্ত করে আদানির বিদ্যুৎ বিতরণ কোম্পানি।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকে এই মেগা ব্যবসায়িক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে অনেকটা গোপনে তাদের ব্যবসা পরিচালনা করছে। এই দাবিগুলো আদানি অস্বীকার করলেও বাজারে এটা তাদের বিক্রি বন্ধে বড় ধরনের প্রভাব ফেলে। কয়েক মাস ধরেই এই ঘুষের তদন্ত রিপোর্টগুলোর বিষয়ে জানা যাচ্ছে।

মার্কিন ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা এইচ মিলারকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া, ডলার সংগ্রহের জন্য বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা বলা এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার পরিকল্পনার অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গৌতম আদানি ও তার জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির জন্য একটি কাজ পাওয়ার চেষ্টায় ভারতীয় কর্মকর্তাদের ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নেন, যে কাজ পেলে আগামী ২০ বছরে তাদের ২ বিলিয়ন ডলারের বেশি লাভ হতে পারে।

জানা গেছে, গৌতম আদানি ছাড়াও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন। এরইমধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

নিউ ইয়র্কের আদালতে আদানির বিরুদ্ধে এই পদক্ষেপ ৬২ বছর বয়সী ধনকুবের আদানির জন্য নতুন এক ধাক্কা, যার ব্যবসার সাম্রাজ্য ছড়িয়ে আছে বন্দর ব্যবস্থাপনা থেকে নবায়নযোগ্য জ্বালানি পর্যন্ত।

এ বিষয়ে তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি আদানি গ্রুপ।

আদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ মিত্র। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতিবিদরা অভিযোগ করে আসছে, তিনি তার রাজনৈতিক সম্পর্ক থেকে উপকৃত হয়েছেন। তবে আদানি সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে আদানি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন। সেসময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর