Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালী রেলগেটে ব্যাটারিচালিত রিকশাচালকরা, ট্রেন বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১২:৫৬

ঢাকার সঙ্গে রেলেোগাযোগ বন্ধ। ছবি: সারাবাংলা

ঢাকা: সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর মধ্যেই তারা মহাখালী রেলগেটও অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই হাইকোর্টের ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ার আদেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা বিক্ষোভ শুরু করেন। এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্ট ওই আদেশ দেওয়ার পরপরই রাজধানীর দয়াগঞ্জ, ডেমরা, যাত্রাবাড়ি এলাকায় বিক্ষোভ করেছিলেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টার দিকেই মহাখালী এলাকায় অবস্থান নেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। কিছুক্ষণ পর তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন।

রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানিয়েছেন, এর পরপরই ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। প্যাডেলে চালিত রিকশা সমিতি করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশ বাস্তবায়ন করতে বলা হয় স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের।

ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাই কোর্ট। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে আদালত একে পুরোপুরি অবৈধ বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

ব্যাটারিচালিত রিকশা যোগাযোগ রেলগেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর