Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুইয়ের ফিফটিতে দ্বিতীয় সেশন রইল উইন্ডিজের দখলে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ০০:৪৮

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি পেলেন লুই

৫০ রানে দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ একাই নেন দুই উইকেট। অ্যান্টিগা টেস্টের প্রথমদিনে দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট। ষষ্ঠ টেস্ট খেলতে নামা মিকাইল লুইয়ের দ্বিতীয় ফিফটিতে দ্বিতীয় সেশন রইল উইন্ডিজের দখলে। চা বিরতির আগে আরো ৬৬ রান যোগ করার পর তাদের সংগ্রহ ১১৬/৩

দিনের শুরু থেকেই ‘ধীরে চলো’ নীতিতে ব্যাট করছেন উইন্ডিজের ব্যাটাররা। প্রথম সেশনে ২৩ ওভার ব্যাট করে ৫০ রান তুলেছে ২.১৭ ওভারপ্রতি রানরেটে। দ্বিতীয় সেশনে সাত ওভার বেশি খেলে ৬৬ রান তুললেও রান রেট নেমে এসেছে ২.১৩। 

বিজ্ঞাপন

ঢিমে-তালের সাবধানী ব্যাটিংয়ে কাভেম হজকে নিয়ে বড় জুটির পথে এগোচ্ছিলেন লুই। দ্বিতীয় সেশনের শুরুর সাত ওভার বেশ দেখেশুনেই ব্যাট করেছেন দুজন। তবে তাদের ৫৯ রানের জুটি ভাঙে অধিনায়ক মিরাজের বলে। ইনিংসের ৩৮-তম ওভারে মিরাজের বল লেগ সাইডে ঠেলে দিয়ে দ্বিতীয় রানের জন্য ছোটেন হজ। কিন্তু ফাইন লেগ থেকে তাইজুলের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন লিটন দাস। ৬৩ বলে ২৫ রানে থামেন হজ। 

৪৪-তম ওভারের শেষ বলে মিরাজকে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন নতুন ব্যাটার অ্যালিক অ্যাথানাজে। তবে মিড অন থেকে পেছনের দিকে দৌড়েও বল হাতে জমাতে পারেননি তাসকিন। বাতাস্র কারণে বলের গতিপথ বুঝতে পারেরনি। যদিও বলের নিচে ছিলেন ঠিকঠাকই। ব্যক্তিগত পাঁচ রান জীবন পাওয়া বাঁহাতি অ্যাথানাজে চা-বিরতিতে গিয়েছেন ১৩* রানে। 

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর