শেষ বিকেলে মিরাজ-তাইজুলের স্পিন জাদু, উইন্ডিজের ২৫০
২৩ নভেম্বর ২০২৪ ০৩:৩৯
প্রথম সেশনে ৫০, দ্বিতীয় সেশনে ৬৬, আর অ্যান্টিগা টেস্টের প্রথম দিন তৃতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ১৩৪ রান। অর্থাৎ দিনের শুরুটা সাবধানী ব্যাটিংয়ে ঢিমেতালে শুরু করলেও শেষ সেশনে বেশ আগ্রাসী ব্যাটিংই করেছে উইন্ডিজ। তবে হারিয়েছে মহামূল্যবান দুটো উইকেট। মিকাইল লুই আর আলিক অ্যাথানেজ দুজনই থেমেছেন নার্ভাস নাইন্টিজে। এই দুটো উইকেটই নিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
আলোকস্বল্পতা ও হালকা বৃষ্টির ছোঁয়ায় দিনের খেলার ছয় ওভার বাকি থাকতেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা। লুইয়ের ৯৭, অ্যাথানেজের ৯০ রানে ভর করে পাঁচ উইকেটে ২৫০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে উইন্ডিজ।
দিনের শুরুতে বাংলাদেশী পেসাররা দারুণ বল করলেও শেষ দুই সেশনে ডিউক বলটা সেভাবে কাজে লাগাতে পারেননি। তাসকিন-শরীফুল-হাসানরা সুইং-মুভমেন্টে লুই-অ্যাথানেজকে চ্যালেঞ্জ ছুঁড়লেও উইকেট পাননি তাদের। ৮৪ রানে তিন উইকেট হারানোর পর দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েন ম্যাচের সুর গড়ে দেয়া ১৪০ রানের জুটি। পেসারদের শর্ট লেংথের বলে হুক-পুল করেছেন বেশ স্বাচ্ছ্যন্দ্যে। স্পিন সামলেছেন দারুণ ফুটওয়ার্ক আর সুইপ-রিভার্স সুইপে; বিশেষ করে বাঁহাতি অ্যাথানেজ।
একপ্রান্তে লুই করছিলেন ধ্রুপদী ঘরানার টেস্ট ব্যাটিং, অন্য প্রান্তে অ্যাথানেজ শট খেলছিলেন উইকেটের চারপাশে। এই দুজনের দুই মেরুর ব্যাটিংয়ে তৃতীয় সেশনের প্রায় পুরোটাই দখলে রাখে উইন্ডিজ। কোনো সুযোগ না দেয়ার এই জুটিতেও জীবন পান লুই, ইনিংসের ৬৫-তম ওভারে। তাইজুলের ফুল লেংথের বলে কাট করতে গিয়ে প্রথম স্লিপে থাকা অধিনায়ক মিরাজের বুক বরাবর ক্যাচ দেন তিনি, কিন্তু ধরতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৯০ রানে জীবন পেয়ে লুই, বাঁচিয়ে রাখেন প্রথম টেস্ট সেঞ্চুরির আশা।
তবে ৭৫-তম ওভারে বোলিংয়ে এসে সেই ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করেন মিরাজ। ৯৭ রানে অপরাজিত থাকা লুইকে তখন পেয়ে বসেছে সেঞ্চুরির নেশায়। এক ওভার আগে তাসকিন আহমেদের চেপে ধরা বোলিংয়ে ডট দেয়াতেও চাপে পড়ে যান এই ডানহাতি ওপেনার। সেঞ্চুরির চাপ থেকে মুক্ত হতেই কিনা মিরাজকে উড়িয়ে মারতে গেলেন উইকেট ছেড়ে বেরিয়ে এসে। আউট হন সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকার আক্ষেপ নিয়ে।
এর তিন ওভার পর উড়তে থাকা অ্যাথানেজকেও ড্রেসিংরুমে ফেরত পাঠান আরেক স্পিনার তাইজুল। স্কুপ করতে গিয়ে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দেন তিনি, ব্যক্তিগত ৯০ রানে। এই দুই উইকেটে শেষ সেশনে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।
এর আগে প্রথম সেশনে ব্রাথওয়েট আর কার্টিকে ফিরিয়ে প্রথম সেশনে বাংলাদেশের দখলে রাখেন তাসকিন। ইনিংসের ১৪-তম ওভার পর্যন্ত দেখেশুনে খেললেও ব্রাথওয়েট বিভ্রান্ত হন তাসকিনের করা সেই ওভারের তৃতীয় বলে। ভেতরে ঢোকা বলের লাইন মিস করেন ডানহাতি এই ব্যাটার, বল সোজা লাগে পেছনের পায়ে। জোরালো আবেদনে আম্পায়ার আউট দেন উইন্ডিজ ওপেনারকে। রিভিউ নিয়েও রক্ষা পাননি, ৩৮ বলে ৪ রান করেন ক্যারিবিয়ান অধিনায়ক। ইনিংসের ১৬-তম ওভারে আবারও তাসকিনের আঘাত, তিনে নামা কেসি কার্টি ক্যাচ দেন শর্ট মিড উইকেটে থাকা তাইজুলের হাতে।
তাসকিন দিন শেষ করেছেন দুই উইকেট নিয়ে। মিরাজ ও তাইজুল নেন একটি করে উইকেট।
সারাবাংলা/জেটি
তাইজুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর মেহেদী হাসান মিরাজ