ইউনাইটেডের ভাগ্যে ‘দীর্ঘমেয়াদী দুর্ভোগ’ দেখছেন আমোরিম
২৫ নভেম্বর ২০২৪ ১২:১৯
দায়িত্ব নেওয়ার আগে বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের আগের ঐতিহ্য ফিরিয়ে আনাই তার লক্ষ্য। ক্লাবের হয়ে প্রথম ম্যাচে ডাগআউটে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি রুবেন আমোরিম। প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসউইচের সাথে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইউনাইটেডকে। ম্যাচ শেষে আমোরিম বলছেন, সাফল্য পাওয়ার আগে ইউনাইটেডকে দীর্ঘমেয়াদী দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হবে।
ইপসউইচের মাঠে ২ মিনিটের মাঠে র্যাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। সে লিড অবশ্য ধরে রাখতে পারেননি তারা। ৪৩ মিনিটে ম্যাচে সমতয়া ফেরান ইপসউইচের হুচিনসন। ১-১ গোলের ড্র দিয়েই শুরু হয় ইউনাইটেডে আমোরিমের মিশন।
ম্যাচ শেষে আমোরিম খানিকটা হতাশ হয়েই জানালেন, ইউনাইটেডকে গুছিয়ে আনতে বেশ সময় লাগবে তার, ‘আমি জানি এটা সমর্থকদের জন্য হতাশার। তবে আমরা অনেক পরিবর্তনের মাঝে আছি। আমরা দীর্ঘ সময়ের জন্য ভুগতে থাকব। ম্যাচ হয়তো জিতব, কিন্তু সব ঠিক হতে সময় লাগবে। দলটাকে গুছিয়ে আনতে সময় লাগবে।’
একের পর এক কোচ বদলে ক্লাবের ফুটবলাররাও বিপাকে আছেন, স্বীকার করলেন আমোরিম, ‘ফুটবলারদের জন্যও ব্যাপারটা কঠিন। সবকিছুর সাথে মানিয়ে নিতে হচ্ছে তাদের। আমাকে মৌসুমের মাঝপথে আনা হয়েছে। টেন হাগের অধীনে তারা যেভাবে খেলেছে সেটা বদলে ফেলতে হচ্ছে। পরের মৌসুমেও আমরা একই হালে থাকব। ফুটবলারদের মাথায়ও অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। আশা করি ভবিষ্যতে আমরা ভালো কিছু করে ঘুরে দাঁড়াতে পারব।’
১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২তম স্থানে আছে ইউনাইটেড।
সারাবাংলা/এফএম