কারাগারে আ.লীগ নেতার হার্ট অ্যাটাক, ঢাকা নেওয়ার পথে মৃত্যু
২৬ নভেম্বর ২০২৪ ২৩:২২
বগুড়া: বগুড়ায় কারাগারে হার্ট অ্যাটাক (হৃদরোগে আক্রান্ত) হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু (৬০) মারা গেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি মৃত্যুবরণ করেন।
বগুড়া জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘বেলা সাড়ে ১১ টার দিকে শাহাদত আলম কারাগারের ভিতর হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর সিদ্ধান্ত হয়। বিকেলে কারা কর্তৃপক্ষের তত্বাবধানে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় সিরাজগঞ্জে তিনি মারা যান।’
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘শাহাদত আলম ঝুনু হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, শাহাদত আলম ঝুনুকে ২৪ আগস্ট গ্রেফতার করা হয়। হত্যাসহ তিনটি মামলা ছিল তার বিরুদ্ধে।
সারাবাংলা/এইচআই