Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে কেন নেই কোনো বাংলাদেশি?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২৩:৪২

আইপিএলের মেগা নিলামে সাকিব-মোস্তাফিজদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল ১২ বাংলাদেশী ক্রিকেটারের নাম। কিন্তু দুই দিন মিলিয়ে হওয়া এই নিলামে দল পাওয়া দূর, নিলামে নাম উঠেছে কেবল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম। তাদের নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর সাকিব আল হাসান-লিটন দাস-সহ বাকি ১০ জনের নামই তোলা হয়নি নিলামের টেবিলে। 

আইপিএলের মতো বড় মঞ্চে বাংলাদেশিদের প্রতি কেন এত অনাগ্রহ ফ্র্যাঞ্চাইজিগুলোর? সাবেক বিকেএসপি কোচ ও বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মনে করেন এর জন্য, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সামগ্রিক অবস্থাই দায়ী। 

বিজ্ঞাপন

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রীতিমতো দুঃখ প্রকাশ করে ফাহিম বলেন, ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সোজাসুজিভাবে আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’

আইপিএলের জন্য বছরের আলাদা একটা সময় বরাদ্দ রেখেছে আইসিসি। মাস দুয়েক দৈর্ঘ্যের এই টুর্নামেন্টের জন্য তাই বেশ লম্বা সময়ের জন্যই ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু নিকট অতীত হাতড়ে দেখা যায়, বাংলাদেশি ক্রিকেটাররা দল পেলেও মাঝপথে আইপিএল ছেড়ে আসেন জাতীয় দলের সূচির কারণে। এবার অবশ্য নিলামে নাম দেয়া ক্রিকেটাররা দল পেলে ২ সপ্তাহের জন্য তাদের অনাপত্তিপত্র দেয়ার পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু কেউ দলই পাননি। 

তবে যোগ্য হলে আইপিএলে সুযোগ পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা উল্লেখ করে ফাহিম বলেন, ‘জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’

বিজ্ঞাপন

বাংলাদেশের কেউ সুযোগ না পেলেও আইপিএলের আগামী আসরের জন্য দল পেয়েছেন ৮ আফগান ক্রিকেটার। আফগানিস্তানের উদাহরণ টেনে বর্ষীয়ান সাবেক কোচ ফাহিম যোগ করেন, ‘আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করব।’

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর