তালেবান ক্ষমতায় আসার পর ২৫০ বারের বেশি সাংবাদিকদের আটক
২৮ নভেম্বর ২০২৪ ১৬:১১
তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অন্তত ২৫৬ বার নির্বিচারে সাংবাদিকদের আটক করেছে বলে মঙ্গলবার (২৬ নভেম্বর) আফগানিস্তানের জাতিসংঘ মিশন জানিয়েছে। সেইসাথে সংবাদমাধ্যমকে রক্ষারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
প্রতিকূল পরিস্থিতির মধ্যে আফগানিস্তানের সাংবাদিকরা কাজ করছেন বলে দেশটির জাতিসংঘ মিশন এবং মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।
‘সাংবাদিকরা রিপোর্ট করার ক্ষেত্রে গেইটকিপিং এবং সমালোচনামূলক কিছু প্রকাশিত হলে হুমকির এবং নির্বিচারে আটকের ঝুঁকিতে থাকেন,’ বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভা।
বিবৃতির প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গণমাধ্যমে নারীদের কাজ করার ক্ষেত্রে একাধিক ধর্মীয় নৈতিক নিয়ম মানতে হচ্ছে। এসবের মধ্যে তাদের মুখ ঢেকে রাখা এবং পুরুষদের থেকে আলাদা হয়ে কাজ করার নিয়ম রয়েছে।
মন্ত্রণালয় জাতিসংঘের প্রতিবেদনকে অবাস্তব বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে, নিরাপত্তা বাহিনীগুলো সাংবাদিকদের সুরক্ষায় যথাযথভাবে কাজ করছে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি আফগান তথ্যমন্ত্রণালয়।
প্রতিবেদনে উল্লেখিত আটকের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর ২০২১ সালে তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেয়। তারা তাদের শাসনে ইসলামি আইনের কঠোর ব্যাখ্যা প্রয়োগের অঙ্গীকার করেছিল। এখনও বিশ্বের কোনো দেশ তালেবান কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়নি।
সারাবাংলা/এনজে