দুই পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১ ডিসেম্বর ২০২৪ ০১:৪২ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ০১:৪৬
গত কয়দিনের টানা বৃষ্টিতে নির্ধারিত সময়ে হয়নি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের টস। আউটফিল্ড ভেজা ও স্যাঁতস্যাঁতে থাকায় টস হয়েছে সাড়ে চার ঘণ্টা পর। খেলা শুরু হচ্ছে প্রথম দিনের খেলার দুই সেশন কেটে যাওয়ার পর। জ্যামাইকাতে সিরিজ বাঁচানোর টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
প্রথম টেস্টের একাদশ থেকে এসেছে দুটি পরিবর্তন। ওপেনার জাকির হাসানের বদলে এসেছেন সাদমান ইসলাম। শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন নাহিদ রানা। ওদিকে উইনিং কম্বিনেশন ভাঙেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসানব মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), অ্যালিক আথানাজে, কেসি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ ও জেইডেন সিলস।
সারাবাংলা/এফএম/জেটি