Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায় শুনে সন্তোষ প্রকাশ বাবর ও পিন্টুর পরিবারের সদস্যদের

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯

রায় শুনে বাবরের স্ত্রী তাহমিনা জামান সন্তুষ্টি প্রকাশ করেন

ঢাকা: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরে আব্দুস সালাম পিন্টুর পরিবারের সদস্যরা।

রোববার (১ ডিসেম্বর) মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তারা।

এদিন রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাবরের স্ত্রী তাহমিনা জামান এবং পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু শোকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন‌।

বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেছেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি। এ কারণে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।’

বাবরের স্ত্রী বলেন, ‘এতোদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবেন। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন।’

এদিকে, এ মামলার আসামি আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আজকের রায়ের আমরা সন্তুষ্ট, এ জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।’

বক্তব্য দিচ্ছেন মামলার আসামি আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন

সারাবাংলা/কেআইএফ/এসডব্লিউ

একুশে আগস্ট গ্রেনেড হামলা রায় খালাস লুৎফুজ্জামান বাবর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর