Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলার মাঠে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ২২:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সিয়াম। ছবি: সারবাংলা।

রাবি: ক্রিকেট খেলার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সিয়ামের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষর্থীর মেহেদী হাসান সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের রানীনগর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগের আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সিয়াম হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় তার সতীর্থ খেলোয়াড়েরা সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে। অবস্থার অবনতি হয়ে একপর্যায়ে জ্ঞান হারান। শিক্ষার্থীরা দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সিয়াম মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিয়াম নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বাদ এশা প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।’

সারাবাংলা/এসআর

খেলার মাঠে মৃত্যু রাবি রাবি শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

ফের কমলো সোনার দাম
১ ডিসেম্বর ২০২৪ ২২:৩২

আরো

সম্পর্কিত খবর