Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো দীপু মনি-ইনু-মেননকে

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৩:১৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত এ আদেশ দেন‌

এদিন সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়। রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

এ ছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক শাহবাগ থানার এক হত্যা মামলায় দীপু মনিকে গ্রেফতার দেখানো হ।

সারাবাংলা/কেআইএফ/ইআ

নতুন মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী

বিজ্ঞাপন

৯ দিন পর খুলল আদালত
৬ এপ্রিল ২০২৫ ১০:০৬

আজও ঢাকামুখী মানুষের ঢল
৬ এপ্রিল ২০২৫ ০৯:৫৬

আরো

সম্পর্কিত খবর