Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫০

বান্দরবান: পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় পালিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি।

সোমবার (২ ডিসেম্বর) শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে শহরের রাজার মাঠে সমাবেশ করেছে জনসংগতি সমিতি। এতে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কে এস মং মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সালিম রাজা নিউটন, আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন।

বিজ্ঞাপন

অন্যদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সরকারের পক্ষে পায়রা উড়িয়ে চুক্তির বর্ষপূর্তি পালন করে পার্বত্য জেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ডিভিশনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া শান্তি চুক্তির বিভিন্ন ধারা সংস্কারের দাবিতে বাঙ্গালীদের সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ মুক্তমঞ্চে ও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ইউপিডিএফ গণতান্ত্রিক দল বালাঘাটায় সমাবেশ করেছে। পক্ষে বিপক্ষে এসব সমাবেশকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এনজে

বর্ষপূর্তি বান্দরবান শান্তি চুক্তি

বিজ্ঞাপন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২
৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর