Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৪ ইটভাটা মালিকের ৬ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৭

কুষ্টিয়া: কুষ্টিয়ায় চার ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মিরপুর উপজেলার চারুলিয়া ও আমকাঠালিয়া এলাকায় অভিযান চালিয়ে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় তাদের প্রত্যেকের দেড় লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে এএসএম ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাবিবুল বাশার জানান, কুষ্টিয়া জেলায় ১৭০টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ১৫ ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রাখা হবে।

সারাবাংলা/এসআর

৪ ইটভাটা মালিকের জরিমানা কুষ্টিয়া মিরপুর উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর