Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উসকানিমূলক সহিংসতার দায় মোদির সরকারকে বহন করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ২২:০০

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ঢাকা: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে বাংলাদেশবিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এসব উসকানিমূলক সহিংস তৎপরতার দায়দায়িত্ব নরেন্দ্র মোদির সরকারকে বহন করতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্তৃক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহ্বান এবং বেনাপোল সীমান্তে বিজিপির বাংলাদেশ বিদ্বেষী মহড়া পুরোপুরি উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী। মমতা ব্যানার্জির বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মদদ যোগানোর সামিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় জনতা পার্টি-বিজেপির অপপ্রচারণায় সামিল হয়েছে ভারতের অনেকগুলো রাজনৈতিক দল।’
সাইফুল ইসলাম ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, ‘বিজেপি সরকার ও তাদের দল পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ও প্রচারণা ছড়িয়ে আসছে।’

বিবৃতিতে তিনি ভারতীয় সরকার ও বিজিপিকে বাংলাদেশবিরোধী সাম্প্রদায়িক উত্তেজনার যাবতীয় কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। সেইসঙ্গে তিনি দেশ ও দেশের বাইরের সব উসকানি মোকাবিলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর