Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পান্থপথ-কারওয়ান বাজারে বিএনপির আনন্দ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ২২:২৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৯

বিএনপির আনন্দ মিছিল। ছবি: সারাবাংলা।

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে পান্থপথ মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কারওয়ান বাজার ও ফার্মগেট ঘুরে রাজাবাজার গিয়ে শেষ হয়। মিছিলের মধ্যপথে কারওয়ান বাজার জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, ‘মিথ্যা কখনও স্থায়ী হয় না। আর অবিচার কখনও ভালো ফলাফল নিয়ে আসে না। তারুণ্যের অহংকার তারেক রহমানকে বিনা অপরাধে দেশান্তরি করে রাখা হয়েছে। যারা তার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া এবং জিয়া পরিবারের প্রতি আওয়ামী লীগ যে অত্যাচার করেছে বিএনপি তা কখনও করবে না। কিন্তু জনগণ তাদের ক্ষমা করবে না। হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। এই রক্তের হিসেব পতিত স্বৈরশাসককে দিতেই হবে।’

তেজগাঁও থানা বিএনপির সিনিয়র য্গ্ম আহ্বায়ক মিরাজ উদ্দীন হায়দার আরজুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এল রহমান, মহানগর উত্তর বিএনপি নেতা মুজাহীদুল ইসলাম সেলিম, রাহিমি তাসলিমা রিতা, তেজগাঁও থানার যগ্ম আহ্বায়ক হাফিজুর কবির, শেরে বাংলা নগর থানার যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান ও তোফায়েল আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

কারওয়ান বাজারে পান্থপথ বিএনপির আনন্দ মিছিল

বিজ্ঞাপন

যশোরে ৬ দফা দাবিতে রেল অবরোধ
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫

আরো

সম্পর্কিত খবর