Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৪:০০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭

ঢাকা: আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, অঙ্গ সংগঠন যুবদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। তারা মিছিল থেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর কসি না, পিটের চামড়া থাকবে না’ স্লোগানে মুখোরিত করে তোলে রাজপথ।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল নাটিঙ্গেল মোড় হয়ে ফের নয়াপল্টন গিয়ে শেষ হয়। মিছিলের সময় রাস্তার একপাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিএনপির এই মিছিলকে কেন্দ্র করে নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থান গ্রহণ করে।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা আগরতলায় আমাদের পতাকা অবমাননা করেছেন, কলকাতায় আমাদের পতাকা পুড়িয়েছেন। একটা কথা মনে রাখবেন, এ দেশে যারা লড়াই করে স্বৈরাচার তাড়িয়েছে, তারা তিতুমীরের সন্তান, হাজি শরিয়াতুল্লাহ’র সন্তান, দুদু মিয়ার সন্তান, মোহনলালের সন্তান, সূর্যসেনের সন্তান, মীর মদনের সন্তান। জীবন দিয়ে হলেও এরা বাংলাদেশের পতাকার মান রক্ষা করবে।’

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক শামীমুর রহমানা শামীম, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না প্রমুখ।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এজেড/এনজে

বাংলাদেশের সহকারী হাইকমিশন বিএনপি বিক্ষোভ মিছিল হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর