Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশন সচিবকে ওএসডি, ২ জনকে পদায়ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০৯ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫

ঢাকা: প্রশাসনে রদবদল যেন লেগেই আছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে আরও দুই সচিবের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম সই করা প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ আদেশ জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সিনিয়র সহকারী সচিব মো. মামুন শিবলী সই করা আরেক প্রজ্ঞাপনে ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। এ আদেশে সই করেন উপসচিব জমিলা শবনম।

সারাবাংলা/জেআর/ইআ

সারাবাংলা/জেআর/ইআ

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর