বিএসএমএমইউতে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত
সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫২
৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫২
ঢাকা: দেশের স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে সভাটি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনপ্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, এদিন স্বাস্থ্যসেবা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিস্তারিত নানা দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সভায় বিভিন্ন অংশীজনের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করা, প্রস্তাবিত ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ এবং প্রস্তাবিত ‘৫ম স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসসুচি (৫ম এইচপিএনএসপি)’-এর বিষয়ে আলোচনা হয়।
সারাবাংলা/এসবি/পিটিএম