ঐতিহাসিক জয় মৃত বাবাকে উৎসর্গ করলেন জাকের
৪ ডিসেম্বর ২০২৪ ১৩:২৮
অনেক কাঠখড় পুড়িয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। জাকের আলি অভিষেকের পর থেকেই নিজেকে প্রমাণ করে আসছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার বিধ্বংসী রূপ দেখল ক্রিকেট বিশ্ব। তার আগ্রাসী মুডে খেলা ৯১ রানের ইনিংসের সুবাদেই বড় লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ইতিহাস গড়ে ১০১ রানের জয় নিয়েই সিরিজে সমতা ফেরায় মিরাজের দল। ম্যাচ শেষে জাকের বলছেন, ৯১ রানের ইনিংস ও দলের জয় উৎসর্গ করছেন মৃত বাবাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ২০০৯ সালে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই সময় জাকেরের বয়স মাত্র ১১। লাখো কিশোরের মতো তিনিও টিভিতেই উপভোগ করেছিলেন বাংলাদেশ সেই ঐতিহাসিক জয়।
১৫ বছর পর সেই জাকেরের হাত ধরেই জ্যামাইকাতে এসেছে আরেকটি ঐতিহাসিক জয়। পঞ্চপাণ্ডবকে ছাড়াই এই প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে চার-ছক্কায় সাজানো দুর্দান্ত এক আগ্রাসী ইনিংসে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন জাকের। তবে শেষ পর্যন্ত ৯১ রানেই থামতে হয়েছে তাকে।
ম্যাচ জয়ের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকের বলছেন, মৃত বাবাকেই উৎসর্গ করছেন এমন জয়, ‘আমার বয়স তখন ১১। ২০০৯ সালের সেই সিরিজের একটা ম্যাচও আমি মিস করিনি। সারা রাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো, কিন্তু কোনো বকা দিল না। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। এই জয়টা তোমার জন্য আব্বা।’
সারাবাংলা/এফএম