চট্টগ্রামে ২ লাখ ইয়াবাসহ সহোদর গ্রেফতার
৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারায় দুই লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের বাসা থেকে মাদক বিক্রির নগদ ১৮ লাখ টাকাও জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার দুজন হলেন- আবদুল্লাহ আল নোমান (২৫) ও তার ভাই আবু হানিফ (২২)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে বাড়ির পাশের জীর্ণশীর্ণ একটি শৌচাগার থেকে দুই লাখ ১০ পিস ইয়াবা উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ টাকাও তাদের কাছ থেকে জব্দ করা হয়৷
তিনি আরও জানান, অভিযান পরিচালনা করার সময় বাবু নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। গ্রেফতার ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের ধরতে সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।
সারাবাংলা/আইসি/এসডব্লিউ