Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ মাসে রফতানি প্রবৃদ্ধি ১১ দশমিক ৭৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ২০:৪৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৫

রফতানি উন্নয়ন ব্যুরো।

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর ২০২৪) দেশের রফতানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। সর্বশেষ গত নভেম্বরে রফতানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করে।

ইপিবি’র তথ্য মতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ কোটি ডলার। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৮১ কোটি ডলার।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, সদ্য সমাপ্ত নভেম্বরে রফতানি আয় হয়েছে ৪১১ কোটি ডলার। গত বছরের নভেম্বরে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৫৬ কোটি ডলার।

ইপিবি’র তথ্য মতে, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে তৈরি পোশাক থেকে রফতানি আয় বেড়েছে ১২ দশমিক ৩৪ শতাংশ এবং আয় হয়েছে ১ হাজার ৬১০ কোটি ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৪৩৪ কোটি ডলার। আর সর্বশেষ গত নভেম্বরে পোশাক খাতে আয় বেড়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ এবং আয় হয়েছে ৩৩০ কোটি ডলার, যা গত বছর ছিল ২৮৪ কোটি ডলার।

অন্যান্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রফতানি আয় ৭ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৪৬ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ৪৩ কোটি ৩০ লাখ ডলার। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য খাতে রফতানি আয় হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ৮ দশমিক ৩৪ শতাংশ বেশি।

সারাবাংলা/আরএস

রফতানি আয় রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর