Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি বিজ্ঞান অনুষদের ‘ডিন’স অ্যাওয়ার্ড’ পেলেন ৮৮ শিক্ষক-শিক্ষার্থী

রাবি করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ২২:১৮

শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠান।

রাবি: পরীক্ষায় কৃতত্বির্পূণ ফলাফল ও গবষেণায় অবদান রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজ্ঞান অনুষদের ৩৪ জন শিক্ষক ও ৫৪ জন শিক্ষার্থীকে ২০২৩-২০২৪ সালের ‘ডিন’স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে ৪ শিক্ষককে ২০২৩ সালের ‘ডিন’স অ্যাওয়ার্ড’ ও ১৬ জন শিক্ষককে একই বছরের জন্য ‘ডিন’স আর্টিকেল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ৪ জন শিক্ষককে ২০২৪ সালের ডিন’স অ্যাওয়ার্ড ও ১০ জন শিক্ষককে ‘ডিন’স আর্টিকেল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়াও ২০২১ সালের স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৯ জন শিক্ষার্থীকে এবং ২০২২ সালের স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৫ জন শিক্ষার্থীকে ‘ডিন’স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে তিনজন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, দুইজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ও একজন ফার্মেসি, পরিসংখ্যান ও গণিত বিভাগের।

ডিন’স আর্টিকেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে পাঁচজন করে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের, পদার্থবিজ্ঞান বিভাগের চারজন, দুইজন করে ফার্মেসি, রসায়ন ও ফলিত গণিত বিভাগের এবং পরিসংখ্যান বিভাগের একজন এই পুরস্কার পাচ্ছেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক-শিক্ষক ও কৃতী শিক্ষার্থী রয়েছেন। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে তা দৃশ্যমান হলো। এসব মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীরা আগামীতেও তাদের কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান।

সারাবাংলা/এইচআই

ডীন’স অ্যাওয়ার্ড রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর