Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩

ভূরুঙ্গামারী থানা, কুড়িগ্রাম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুইজন মোটরসাইকেল আরোহীর।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৬ ডিসেম্বর) রাত দুইটার দিকে ভূরুঙ্গামারী কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে।

নিহতরা হলো, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে ব্যবসায়ী কামাল হোসেন খোকন।

নিহতের স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান রশিদুল ইসলাম। হাসপাতালে নেয়ার পথে মারা যান খোকন। তবে কিভাবে কোন গাড়ির চাপায় তারা মারা গেছে সেটি সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে মাইক্রোবাস বা ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনজে

কুড়িগ্রাম দুর্ঘটনা নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় দেড় মাসের নবজাতক নিখোঁজ
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১

বান্দরবানে ৩৩ রোহিঙ্গা নাগরিক আটক
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩

আরো

সম্পর্কিত খবর