Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১০:০৬

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর: উত্তরের জনপদ দিনাজপুরে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা।সর্বশেষ আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরের এই তাপমাত্রা অবশ্য শনিবার সকালে সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।  এ দিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ১০ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বিজ্ঞাপন

সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল এখানকার রাস্তাঘাট। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।

দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।

উল্লেখ্য, হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিবছর আগেভাগেই শীত ঝেঁকে বসে উত্তরের জনপদ দিনাজপুরে। সন্ধ্যা থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে এ অঞ্চলের জনপদ। গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।

সারাবাংলা/এসডব্লিউ

কুয়াশা তাপমাত্রা দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর