Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭

নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থোকে এ পদযাত্রা শুরু হয়।

ঢাকা: ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থোকে এ পদযাত্রা শুরু হয়।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচি পালন করছে। পদযাত্রার আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজভী।

বিজ্ঞাপন

পদযাত্র শুরুর ঘণ্টাখানেক আগে নাইটিংগেল মোড়ে গিয়ে দেখা যায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মী সমর্থকেরা।

তারা মুহূর্মুহূ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন রাজপথ। “ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা”, “ভারতের দালালেরা হুঁশিয়ার সাবদান”, “দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না” ইত্যাদি স্লোগান এই মুহূর্তে নয়াপল্টন থেকে ভারতীয় হাইকমিশনের দিকে এগোচ্ছে তারা।

এ পদযাত্রা নয়াপল্টন কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা হয়ে বারিধারা কূটনৈতিক এলাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। হাইকমিশন বরাবর স্মারকলিপিও দেবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সারাবাংলা/এজেড/ইআ

বিএনপির পদযাত্রা ভারতীয় হাইকমিশন

বিজ্ঞাপন

যে রুটে ঢাকা-আখাউড়া লংমার্চ
১০ ডিসেম্বর ২০২৪ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর