Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিডবোট ডুবিতে নিখোঁজ আরও ৩ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩১

বরিশাল: বরিশাল কীর্তনখোলা নদীতে ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় দুইদিন ধরে নিখোঁজ থাকা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহ তিনটির মধ্যে একটি স্পিডবোট চালক আল আমিন (২৩) ও অপর দুইজন যাত্রী মো. ইমরান হোসেন ইমন (২৯) ও মো. রাসেল আমিন (২৪)। স্বজনরা তাদেরকে শনাক্ত করেছেন।

বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকেই তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে পর জালিস মাহমুদ (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া মানসুর আহমেদ নামে ভোলার দৌলতখান থানার কনস্টেবল আহত হয়। প্রাথমিকভাবে ওই দুর্ঘটনার পর চারজন নিখোঁজের কথা জানিয়েছিল পুলিশ। যার মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের নদী ফায়ার স্টেশনের লিডার শেখ মো. নজরুল ইসলাম বলেন, রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে একই নদীর পৃথক তিনস্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এখনো সজল দাস নামে একজনের সন্ধান পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

কীর্তনখোলা নদী বরিশাল মরদেহ উদ্ধার স্পিডবোট ডুবি

বিজ্ঞাপন

১ কেজি সোনাসহ চোরাকারবারী আটক
৮ ডিসেম্বর ২০২৪ ২১:২৭

আরো

সম্পর্কিত খবর