Monday 09 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আসাদের পতনে রাশিয়ার মর্যাদায় আঘাত’

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ১২:১৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫

প্রায় এক দশক ধরে রাশিয়ার সামরিক শক্তিই বাশার আল-আসাদকে ক্ষমতায় ধরে রেখেছিল। কিন্তু গত ২৪ ঘণ্টার নাটকীয় ঘটনাগুলো সেই পরিস্থিতি পালটে দিয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলে এবং প্রেসিডেন্ট আসাদ ক্ষমতাচ্যুত এবং তিনি বর্তমানে তিনি মস্কোতে আশ্রয় নিয়েছেন।

ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ও রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, রাশিয়া মানবিক কারণে আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে।

বিজ্ঞাপন

সিরিয়ায় আসাদকে সমর্থন দিতে ২০১৫ সালে হাজার হাজার সেনা মোতায়েন করেছিল রাশিয়া। উদ্দেশ্য ছিল পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে নিজের বৈশ্বিক শক্তির অবস্থান নিশ্চিত করা। তৎকালীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মিশনকে সফল ঘোষণা করেছিলেন।

কিন্তু আসাদের পতন রাশিয়ার জন্য বড় ধরনের মর্যাদাগত ধাক্কা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিরিয়ার ঘটনাপ্রবাহে আমরা গভীর উদ্বেগে রয়েছি।’

আসাদের প্রতি সমর্থনের বিনিময়ে সিরিয়ার সরকার রাশিয়াকে হেমেইমিম বিমানঘাঁটি এবং টারটাউস নৌঘাঁটির ৪৯ বছরের লিজ দিয়েছিল। এই ঘাঁটিগুলো রাশিয়ার জন্য পূর্ব ভূমধ্যসাগরে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিল।

তবে আসাদের পতনের পর রাশিয়া এখন বিদ্রোহী নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে। বিদ্রোহী নেতারা রুশ সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় টিভি। এছাড়া সিরিয়ায় আসাদের পতনের চেয়েও রাশিয়ার জন্য বড় চিন্তার বিষয় হচ্ছে ইউক্রেনে তাদের যুদ্ধ।

রুশ টিভির সাপ্তাহিক প্রধান সংবাদ অনুষ্ঠানে সিরিয়ার সেনাবাহিনীর দিকে দোষারোপ করা হয়েছে। ‘আলেপ্পোসহ বিভিন্ন এলাকায় সিরিয়ার সরকার প্রায় বিনা লড়াইয়ে তাদের অবস্থান ছেড়ে দিয়েছে’ বলে উপস্থাপক ইয়েভগেনি কিসেলভ তার মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তবে ক্রেমলিন এখন নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে। ‘সিরিয়ায় যা হচ্ছে, তা নিয়ে আমরা উদাসীন নই। কিন্তু আমাদের প্রধান অগ্রাধিকার রাশিয়ার নিরাপত্তা’, কিসেলভ বলেন।

বাশার আল-আসাদ ছিলেন মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত মিত্র। তার পতনে রাশিয়া রাজনৈতিক ও কৌশলগতভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রনীতি এখন নতুন চ্যালেঞ্জের মুখে। সিরিয়ার পরিস্থিতি তাদের আঞ্চলিক প্রভাব এবং বৈশ্বিক অবস্থান যথেষ্ট প্রভাব ফেলবে।

সারাবাংলা/এনজে

আসাদ পতন রাশিয়া সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর