আরও ৩ মামলায় গ্রেফতার দেখানো হলো ফজলে করিমকে
১০ ডিসেম্বর ২০২৪ ১৩:১২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৯
চট্টগ্রাম ব্যুরো : সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আরও তিন মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন সারাবাংলাকে জানান, রাউজান থানায় দায়ের করা হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ তিন মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলেও মামলার নথিপথ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় সেটার শুনানি হয়নি। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছিল। এরপর ১৯ সেপ্টেম্বর তাকে হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হয়।
সারাবাংলা/আইসি/এনজে/আরএস