স্কুল ভর্তির লটারির তারিখ পেছাল
১০ ডিসেম্বর ২০২৪ ২১:৪৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২৩:১৭
ঢাকা: কারিগরি ত্রুটির কারণে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদনের লটারি অনুষ্ঠানের তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। নতুন নির্ধারিত তারিখ ১৭ ডিসেম্বর। আগের নির্ধারণ করা তারিখ ছিল ১২ ডিসেম্বর।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমিক বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে লটারির নতুন তারিখের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি অনুষ্ঠিত হবে। লটারি অনুষ্ঠানের সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।
সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয় গত ১২ নভেম্বর। তা চলে ৩০ নভেম্বর পর্যন্ত।
মাউশি বলছে, গত ১৮ দিনে ভর্তির জন্য সরকারি বেসরকারি স্কুল মিলিয়ে আবেদন জমা পড়েছে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর। যার মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি। এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট ফাঁকা আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি।
সারাবাংলা/জেআর/পিটিএম