প্রতিদিনই কমছে রাতের তাপমাত্রা, সকালে বাড়ছে কুয়াশা
১১ ডিসেম্বর ২০২৪ ১২:৩৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬
ঢাকা: জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়। এরইমধ্যে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাচ্ছে। সেই সঙ্গে ভোরে দেশের অনেক এলাকা ঘন কুয়াশায় ঢাকা থাকছে। এ সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।
বুধবার (১১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) পূর্বাভাস অনুযায়ী এদিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবারের (১৩ ডিসেম্বর) পূর্বাভাস বলছে, ওইদিনও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই তিন দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তিনদিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চবলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে বৃষ্টিপাত বা এ জন্য আবহাওয়ার বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
সারাবাংলা/জেআর/ইআ