Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ১২:৩২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

গত সপ্তাহে পশ্চিম জাভার সুকাবুমী জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধস ও বন্যার সৃষ্টি করে। এতে পাহাড়ি গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর তীর ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

জানা যায়, বন্যায় ১৭০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ অঞ্চলে বেশ কিছু সেতু, সড়ক ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

সুকাবুমীর একটি উদ্ধার কমান্ড পোস্টের প্রধান ইউদি হরিয়ান্তো বলেন, উদ্ধারকারীরা তেগালবুলেদ, সিম্পেনান ও চিয়েমাস গ্রাম থেকে অন্তত ১০টি মরদেহ উদ্ধার করেছেন, যার মধ্যে তিনজন শিশু।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, রাস্তাগুলো কাদা-পানির নদীতে পরিণত হয়েছে এবং বন্যার পানিতে গাছপালা উপড়ে পড়েছে।

উল্লেখ্য, অক্টোবর থেকে মার্চের মধ্যে ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাত প্রায়ই বন্যা ও ভূমিধস সৃষ্টি করে। গত মাসে, ভারী বর্ষণের ফলে উত্তর সুমাত্রা প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যায় ২০ জন নিহত এবং দুইজন নিখোঁজ হন। এছাড়া, ওই অঞ্চলে একটি ভূমিধসের কবলে পড়ে একটি পর্যটক বাসের নয় যাত্রী নিহত হন।

সারাবাংলা/এসডব্লিউ

ইন্দোনেশিয়া বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর