চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ
১১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:২৭
চট্টগ্রাম ব্যুরো: বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরীর দুই নম্বর গেইট এলাকার রুবি গেইটের সামনের সড়কে অবস্থান নেন শ্রমিকরা। প্রায় ২০ মিনিটের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে দুই নম্বর গেইট ও অক্সিজেন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে তার রাস্তা থেকে উঠে একপাশে গিয়ে বিক্ষোভ করেন।
বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘মাদার ফ্যাশন নামে একটি গার্মেন্টস কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন। ওই কারখানাটি বিজিএমইএ অন্তর্ভুক্ত নয়। ছয় মাস আগে এটা খোলা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘গত দুমাস ধরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন দিতে পারছে না। বেতনের ৪৫ শতাংশ পরিশোধ করলেও বাকিটা আজ দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকরা সকালে এসে দেখে কারখানা তালাবদ্ধ। এতে তারা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। শ্রমিকদের কোনোভাবে বুঝিয়ে আমরা রাস্তা থেকে সরিয়ে এনেছি। তাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান করেছি। মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
সারাবাংলা/আইসি/ইআ/আরএস