Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৬:৩১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৬:৩২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা কৃষক দলের আয়োাজনে গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।

বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ।

সভায় বক্তব্য দেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সারাবাংলা/এসআর

কিশোরগঞ্জ কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর