Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত দুই জনের প্রাণ গেল।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত টুম্পা (১০) চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৪৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে নারী ২৩ জন, পুরুষ ১৫ জন এবং শিশু পাঁচ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডিসেম্বর মাসের গত ১০ দিনে মোট আক্রান্তের সংখ্যা ২০৮ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৪ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের শুরু থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ৬৭৪ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ৪৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ২ হাজার ২১০ জন, নারী ১ হাজার ১৯৬ জন এবং শিশু ৭৬৫ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে ২০২১ সালে পাঁচ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আইসি/এসআর

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর