Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাস করিয়ে দিতে হবে’ দাবিতে বিএসএমএমইউ ভিসিকে অবরুদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৭

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন রেসিডেন্সি কোর্সে উত্তীর্ণ হতে না পারা মেডিকেল চিকিৎসকেরা। এ সময় তারা আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে সিন্ডিকেট মিটিং চলার সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিএসএমএমইউ’র ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ করেই বিক্ষুব্ধরা এসে হৈচৈ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ চিকিৎসকদের একটা পক্ষ ভিসি ও সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে। এরপর খবর পেয়ে সেখানে চিকিৎসকদের আরেকটা পক্ষ উপস্থিত হয়। এসময় তারা অবৈধভাবে ভর্তির সুযোগ না দেওয়ার পক্ষে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অনুত্তীর্ণ হয়েও ভর্তি হতে থাকা চিকিৎসকরা পিছু হটে।

তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারেনি। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেনি। তারা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করে দিতে হবে।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএসএমএমইউতে কর্মরত থাকলেও রেসিডেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি এমন একদল মেডিকেল অফিসার দুপুরের দিকে হঠাৎ করে এসেই হৈচৈ শুরু করে। তারা রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হতে পারেনি। এবার তারা বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমপি

উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর