Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণঅভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ২১:৩৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২১:৩৮

আঁচল ফাউন্ডেশন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মানুষিক স্বাস্থ্য সেবা বিষয়ক সেমিনার।

ঢাকা: গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সেবা দিতে চায় সরকার। এমন তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালেয়র উপেদষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, আমরা দেখেছি আন্দোলনের পর থেকে অনেক মা-বাবা ট্রমাটাইজড। অনেক পরিবারের মেয়েরা আন্দোলনে ট্রমাটাইজড হয়ে লোক ভয়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন না এই ভয়ে যে, যদি মানুষ জেনে যায় তাহলে তাদের বিয়ে দিতে সমস্যা হতে পারে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মানুষিক স্বাস্থ্য সেবা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও শহিদ পরিবারের পাশে আছে অন্তর্বর্তীকালীন সরকার। আহতরা আমাদের শ্রদ্ধার, তাদের আমরা অনুকরণ করব। তারা জীবন বাজি রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এখনও অনেক আহতের , তাদের তালিকা বাড়ছে।’

এসময় আহতদের নিয়ে সমালোচনা করে কেউ কেউ উল্লেখ করে তিনি বলেন, ‘আহতদের অঙ্গহানির জন্য তাদের যারা তিরস্কার বা কটু কথা দ্বারা মানসিক আঘাত দেয়, তারা মানুষের মধ্যে পড়ে না। মন্ত্রী সভায় আহত ও শহিদ পরিবারে আর্থিক সহায়তার পাশাপাশি মানুসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে।’

বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্য মন্ত্রণালেয়র বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানে আহতরা যে পক্ষের হোক তারা চিকিৎসা পাবেন। তবে গণঅভ্যুত্থানের পক্ষে আহতদের অর্ধেককে এখনও সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। সর্বোচ্চ চেষ্টা চলছে সব গুছিয়ে নিতে। আমরা তাদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা রয়েছে। যা তাদের মানুসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে।’

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে সহিংসতার শিকার কিংবা প্রত্যক্ষদর্শী উভয়েরই নানা ধরনের মানুসিক সমস্যা হওয়ার ঝুঁকি আছে। এই সময়ে তাদের মানুসিক স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকসহ সবাইকে সচেতন হতে হবে।’ বক্তারা সুস্থ সমাজ ও সুস্থ বাংলাদেশ নির্মাণে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন এবং প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে মানুষিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী।

আরও বক্তৃতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা প্রফেসর ডা. এম. মুজাহেরুল হক, মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল হাসান, বিএসএমএমইউ এর প্রফেসর ড. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সুপ্রীম কোর্টের আইনজীবী ড. সোনিয়া জেড খান, চলচ্চিত্র নির্মাতা রেদোয়ান রনি, বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর ম্যানেজার মো. মোহাইমেন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. নওশাদ জামির, আহত ছাত্র সালমান হোসেন প্রমুখ।

এতে স্বাগত বক্তৃতা করেন আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ।

সারাবাংলা/জেআর/এইচআই

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানসিক স্বাস্থ্য সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর