হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশের যত রেকর্ড
১৩ ডিসেম্বর ২০২৪ ০০:২৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০০:২৬
প্রথম দুই ওয়ানডে হারায় য়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে শুরু হওয়া তৃতীয় ম্যাচে পাঁচ উইকেট হারিয়ে ৩২১ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ-মেহেদী হাসান মিরাজরা এই ম্যাচে গড়েছেন বেশ কিছু রেকর্ডও।
৩২১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড বাংলাদেশের।
১৫০*
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী।
১৩৬
তৃতীয় উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। একই জুটিতে যেটা দেশের বাইরে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডও।
৩৮৪
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়ানডেতে সর্বোচ্চ ৩৮৪ রানের মালিক মাহমুদউল্লাহ রিয়াদ।
৫
ওয়ার্নার পার্কে সর্বোচ্চ ৫টি ওয়ানডে ফিফটির রেকর্ড এখন মাহমুদউল্লাহর দখলে।
সারাবাংলা/জেটি