Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর বাড়ি যাওয়া হলো না, সড়কে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:০০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল নাছিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৩) ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদারহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশা দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা আক্তার রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী।

আহতরা হলেন নিহত নাছিমার বোন ফারজানা আক্তার ও অটোরিকসা চালক। তবে চালকের নাম জানা যায়নি। গুরুতর আহত ফারজানাকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকসা যোগে স্বামীর বাড়ির দিকে যাচ্চিলেন নাছিমা ও তার বোন ফারজানা। অটোরিকসাটি ঘটনাস্থল পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উলটে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নাছিমা। গুরুতর আহত হন অটেরিকশা চালক ও নিহতের বোন ফারজানা। আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই নাছিমার মৃত্যু হয়েছে। আহত ফারজানার অবস্থায় আশঙ্কাজনক। তাকে উন্নত চিচিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। এসময় দুইজন আহত হয়। পরিবারের কোন অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

লক্ষ্মীপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর