Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ দিনের অবকাশে যাচ্ছে সুপ্রিম কোর্ট, মামলা শুনানিতে বিশেষ বেঞ্চ

সারাবাংলা ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫২

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। অবকাশ, সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে ১৪ দিন পর আগামী ২ জানুয়ারি নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরবে সর্বোচ্চ এই আদালত।

এই ১৪ দিন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশকয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে কয়েকটি বেঞ্চ গঠন সংক্রান্ত বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচাররতি মো. আবদুল মান্নানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অতি জরুরি দেওয়ানি মোশন বিষয়ে শুনানি ও নিষ্পত্তি হবে। ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখের আগে দায়ের করা, স্থানান্তরিত বা চলমান সবধরনের দেওয়ানি মোকদ্দমা বা কার্যধারা এ বেঞ্চেই শুনানি ও নিষ্পত্তি হবে।

বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অতি জরুরি সবধরনের রিট মোশনসংক্রান্ত শুনানি হবে।

বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মো. যাবিদ হোসেন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইনসংক্রান্ত বিষয়াদিসহ ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য অতি জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদন এবং এ সংক্রান্ত জামিনের আবেদন গ্রহণ ও শুনানি করবেন।

বিজ্ঞাপন

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস, ইনকামট্যাক্স, আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ ঋণ আইন সংক্রান্ত বিষয়াদিসহ অতি জরুরি সবধরনের রিট মোশন শুনানি করবেন।

বিচারপতি আহমেদ সোহেলের একক বেঞ্চ অতি জরুরি আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, সাকসেশন আইন, বিবাহ বিচ্ছেদ আইন, প্রাইজ কোর্ট বিষয়সহ অ্যাডমিরেলটি কোর্ট আইন সংক্রান্ত রুল ও আবেদন গ্রহণ ও শুনানি করবেন।

বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইনসংক্রান্ত বিষয়াদিসহ গ্রহণযোগ্য অতি জরুরি ফৌজদারি মোশন শুনানি করবেন।

বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট একক বেঞ্চ অতি দেওয়ানি মোশন এবং একক বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইনসংক্রান্ত বিষয়াদিসহ অতি জরুরি সবধরনের ফৌজদারি মোশন শুনানি করবেন।

বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট একক বেঞ্চ দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইনসংক্রান্ত বিষয়াদি ছাড়া একক বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি বিষয় শুনানি করবেন।

সারাবাংলা/পিটিএম

অবকাশ টপ নিউজ বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর