Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ফ্রান্সের বর্ষসেরা এমবাপে

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪ ২১:৩৯

ফ্রান্সের বর্ষসেরা এমবাপে

গত মৌসুমেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন তিনি। কিলিয়ান এমবাপে ফ্রান্স ছাড়লেও গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও হলেন ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার। ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করাতেই চতুর্থবারের মতো এই খেতাব জিতলেন তিনি।

পিএসজির হয়ে গত মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৫২ গোল করেছিলেন এমবাপে। পিএসজিকে জিতিয়েছিলেন লিগ শিরোপা ও কাপ শিরোপা। এছাড়াও ফ্রান্সকে পৌঁছে দিয়েছিলেন ইউরোর সেমিতেও। ক্লাব ও জাতীয় দলের হয়ে এমন পারফরম্যান্সের সুবাদেই ফ্রান্সের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এমবাপে পেছনে ফেলেছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবাকে। তৃতীয় হয়েছেন এসি মিলান কিপার মাইক মিয়া। এমবাপের বর্তমান রিয়াল মাদ্রিদ সতীর্থ কামাভিঙ্গা ও চুয়ামেনি হয়েছেন চতুর্থ ও পঞ্চম।

১৯৫৯ সাল থেকে বর্ষসেরার পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফুটবলারদের এই পুরস্কার দিলেও ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফ্রেঞ্চ ফুটবলারদেরও এটার জন্য বিবেচনা করা হয়।

এমবাপে নিজের ক্যারিয়ারে আগেও তিনবার বর্ষসেরা হয়েছিলেন। ২০১৮, ২০১৯ ও ২০২২-২৩ মৌসুমে এই খেতাব জেতেন এমবাপে। ২০২২ সালের আগে এক বছরের হিসেব ধরা হতো। এরপর থেকে এক মৌসুমের হিসেব ধরা হয়।

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে ফ্রেঞ্চ লিগ

বিজ্ঞাপন

খুলনায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
১৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর